মোটরসাইকেলের সিট কুশন কি ?
বলতে পারেন, বাইকের কোন জিনিসটা কাস্টমাইজ করা সবচেয়ে বেশি জরুরি? উত্তর হচ্ছে মোটরসাইকেলের সিট।
দেশের প্রায় ৭০% বাইকার লম্বা সময় ধরে বাইক চালানোর পর পিঠ, কোমর এবং হিপের ব্যথা নিয়ে অভিযোগ করেন। এর পিছনে প্রধাণ কারণ হচ্ছে মোটরসাইকেলের সিট ভালো না হওয়ায়, অথবা সিট হাইট বেশি হওয়ায় মেরুদণ্ড, কক্সিক্স এবং হিপ জয়েন্টে অনাকাঙ্ক্ষিত চাপ পড়া। আপনি যত দামী কিংবা ভালো ব্র্যান্ডের বাইকই চালান না কেনো, সেই বাইকের সিটের উচ্চতা আর গড়ন যদি আপনার শরীরের গঠন ও আকৃতির সাথে সামঞ্জস্য না হয়, তাহলে সেই বাইকের রাইড কখনওই আপনাকে পরিপূর্ণ আরাম দিতে পারবে না।
তাদের জন্য দরকার এইরকম মোটরসাইকেলের সিট কুশন , যা আপনাকে রাইডের সময় দিবে অনেক বেশি কম্ফোর্ট ।